ভাস্বর (কবিতা আবৃত্তি বিষয়ক)

বয়সটা কেবল সংখ্যা মাত্র ………..
যেকোনো বয়সেই আবৃত্তি চর্চার সাথে যুক্ত থাকুন ………. অবসর সময়ে আবৃত্তি চর্চা করে মনকে সতেজ রাখুন

বিশ্বসাহিত্য কেন্দ্র মাদারিপুর শাখার সাংস্কৃতিক কর্মসূচির আওতায় শুরু হচ্ছে শিশু-কিশোর ও সাধারণ বিভাগে আবৃত্তি প্রশিক্ষণ কোর্স। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীরা বাংলা কবিতার ছন্দ, ভাব, রস; উচ্চারণ শৈলী, স্বর চর্চা ও স্বর প্রক্ষেপন, আবৃত্তি নির্মান, আবৃত্তি উপস্থাপন সম্পর্কে জানতে পারবেন। কোনো কোর্স ফি নেই।

সপ্তাহে ২ দিন, প্রতি শুক্রবার ও মঙ্গলবার, বিকাল ৫:০০টা থেকে সন্ধ্যা ৭:০০টা পর্যন্ত। আসন সংখ্যা সীমিত।

প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এম. এম. হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি থেকে যেকোনো বয়সী আবেদনপত্র সংগ্রহ করে সম্পূর্ণ বিনামূল্যে সদস্য হতে পারবেন। আবেদন পত্র পূরণের সময় আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে।